শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিএসসির মূল ভবনে কোন কাজ করা যাবে না, তবে প্রযুক্তিগত উন্নয়ন করা যেতে পারে

সুজিৎ নন্দী: [২] টিএসসির নকশা প্রস্তুত করতে ইন্সটিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশ (আইএবি) সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা দুটি প্রস্তাবনা পেশ করেছে।

[৩] আইএবি নেতৃবৃন্দ জানান, আনবিক শক্তি কমিশনের ৪ একর জায়গা আছে। (আইএবি) সহ-সভাপতি স্থপতি মোস্তফা খালিদ পলাশ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ‘বঙ্গবন্ধু রিসার্স ইন্সটিটিউট’ তৈরির পরিকল্পনা রয়েছে। এখান থেকে ২ একর জায়গা নেয়া যেতে পারে। এতে বড় কোন সমস্যা হবে না।

[৪] আইএবি নেতৃবৃন্দ দ্বিতীয় প্রস্তাবনায় উল্লেখ করেন, রোকেয়া হলের পূর্ব পাশে যে পরিমান জায়গা আছে তাতে তিনটি ভবন নির্মাণ করা যেতে পারে। পাশাপাশি এই ভবনের থেকে টিএসসির সঙ্গে সংযোগ প্লাজা তৈরি করা যেতে পারে।

[৫] শিঘ্রই আইএবি নেতৃবৃন্দ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দ্রুতই বসার সিদ্ধান্ত নিয়েছে।

[৬] প্রস্তাবনায় আরো জানানো হয়, ‘উন্মুক্ত স্থাপত্য প্রতিযোগিতা’ মাধ্যমে ডিজাউন নির্ধারণ করা যেতে পারে। এখানে ৪০ থেকে ৫০টি ডিজাউন জমা পরতে পারে। তবে এখানে স্থাপত্য অধিদফতর বিশেষ একটি ভূমিকা রাখবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়