শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষকের অপসারণ

নুর হাছান নাঈম,: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী সোনিয়া বিশ্বাসকে যৌন হয়রানির অভিযোগে চাকুরী থেকে অপসারিত হয়েছে একই বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো.সানওয়ার সিরাজ। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে রেজিস্ট্রার সূত্রে জানা যায়।

[৩] এদিকে এ ঘটনাকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ঐ শিক্ষক।

[৪] বুধবার বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে আভিযোগে আমাকে চাকুরী থেকে অপসারণ করা হয়েছে তার সঠিক তথ্যপ্রমাণ উপস্থাপনের সুযোগ আমাকে দেয়া হয়নি। যৌন নিপীড়নবিরোধী সেলে আমার সাথে অভিযুক্তের ফোনালাপ ও ম্যাসেজের খন্ডিতাংশকে প্রমাণ হিসেবে উল্লেখ করে সিন্ডিকেটে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।

[৫] নিজেকে নির্দোষ দাবি করে এসময় তিনি আরও বলেন, যৌন নীপিড়নের অভিযোগকারী সোনিয়া বিশ্বাস এবং তার পরিবার অভিযোগ দেয়ার পর নিজের ভুল বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহার করতে চাইলে তাকে সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে তদন্ত প্রতিবেদন জনা দেয়া হয়েছে।

[৬] জানা যায়, ২০১৯ সালের ১৯ সেপ্টে¤॥^র সানওয়ার সিরাজ নামের এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে সোনিয়া বিশ্বাস। পরে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের সুপারিশের প্রেক্ষিতে একই বছরের ২৯ সেপ্টে¤॥^র ওই শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন উপাচার্য । এরপর ঘটনায় তদন্ত শুরু করে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়