জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষক আলতাফ হোসেন ৩৫ কেজি ওজনের মিষ্টি কুমড়া দেখতে শহরে ভীড় জমে।
[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলা শহরের ষ্টুডেন্ট লাইব্রেরী গলির সামনে এই কুমড়া দেখতে লোকের ভীড় জমেউঠেছিল।
[৪] তাড়াশ উপজেলার কহিত গ্রামের কৃষক আলতাফ হোসেন জানান, তিনি আজ সকালে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা জামাদার পুকুর বাজার থেকে ৩৫ কেজি ওজনের এই মিষ্টি কুমড়া ২ হাজার ২’শ টাকায় ক্রয় করেছেন।
[৫] শহরের ব্যবসায়ী আলহাজ্ব খন্দকার মোঃ শরীফুল ইসলাম ও আলহাজ্ব জালাল উদ্দিন জানান, ৬০ বছরের জীবনে এমন বড় মিষ্টি কুমড়া দেখিনি। মোটর বাইকের পিছনে আনা এই মিষ্টি কুমড়া দেখতে আকস্মিকভাবে শতাধিক লোকের ভীড় জমে ।
[৬] কৃষক আলতাফ হোসেন খুব শখের বশে এতো টাকা দিয়ে মিষ্টি কুমড়া কিনেছেন।
[৭] তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, হাইব্রীড জাতের কুমড়া বড় হয়ে থাকে। তবে আমিও এতো বড় জাতের কুমড়া দেখেনি। সম্পাদনা: হ্যাপি