শিরোনাম
◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়ায় গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

সাজিদুল ইসলাম: [২] নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামে আছিয়া (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঐ গৃহবধুর স্বামী মাসুম ভূইয়া বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলায় আসামি করা হয়েছে চাপাইল গ্রামের সজিব ভূইয়া, পলাশ ভূইয়া, দুলাল ভূইয়া, পান্না বেগম এবং রুনা বেগমকে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

[৪] মামলার বিবরণে জানা যায়, উক্ত আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দলবদ্ধভাবে আছিয়া বেগমকে খুন করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে আছিয়া বেগম নামে ঐ গৃহবধুকে কুপিয়ে আহত করে। পরে স্থানিয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে জায়। ঐ সময় আহত আবস্থায় আছিয়াকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আছিয়ার মাথায়, মুখে ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয় আসামিরা ঐ গৃহবধুর গলায় ও হাতে থাকা স্বর্ণ আলংঙ্কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

[৫] নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকসানা খাতুন বলেন, চাপাইল গ্রামে গৃহবধুকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়