শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়ায় গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

সাজিদুল ইসলাম: [২] নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার চাপাইল গ্রামে আছিয়া (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঐ গৃহবধুর স্বামী মাসুম ভূইয়া বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলায় আসামি করা হয়েছে চাপাইল গ্রামের সজিব ভূইয়া, পলাশ ভূইয়া, দুলাল ভূইয়া, পান্না বেগম এবং রুনা বেগমকে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

[৪] মামলার বিবরণে জানা যায়, উক্ত আসামিরা পূর্বশত্রুতার জের ধরে দলবদ্ধভাবে আছিয়া বেগমকে খুন করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে আছিয়া বেগম নামে ঐ গৃহবধুকে কুপিয়ে আহত করে। পরে স্থানিয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে জায়। ঐ সময় আহত আবস্থায় আছিয়াকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আছিয়ার মাথায়, মুখে ও পায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয় আসামিরা ঐ গৃহবধুর গলায় ও হাতে থাকা স্বর্ণ আলংঙ্কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

[৫] নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোসা: রোকসানা খাতুন বলেন, চাপাইল গ্রামে গৃহবধুকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়