দেবদুলাল মুন্না: [২] এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর ইন্টারনেটে ফিরে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্লার। মঙ্গলবার কোম্পানিটি চালু হওয়ার ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, নতুন ব্যাকবোনটি টেকসই, স্বাধীন প্রযুক্তি এবং কথিত ‘বিগ টেক’ এর উপর নির্ভরশীল নয়। ফলে এটি স্বাধীনভাবে অপারেশন চালিয়ে যেতে পারবে বলে দাবি করেছে পার্লার।
[৩] ডিজিনেট জানায়, গত জানুয়ারির মাঝামাঝি সময়ে পার্লার যখন আংশিকভাবে অনলাইনে ফিরে আসে, তখনকার চেয়ে এখন ওয়েবসাইটটি অধিক কার্যকরী। যদি অ্যাকাউন্ট তৈরির ফিচারটি পুরোপুরি কার্যকর নয়। ওয়েবসাইটের ফুটারে পার্লার মোবাইল অ্যাপ ডাউনলোডের লিংক দেয়া হলেও অ্যাপল কিংবা গুগল অ্যাপ স্টোরে সেটি পাওয়া যায়নি।
[৪] গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে সংঘাতের জের ধরে ১০ জানুয়ারি শর্ত ভঙ্গ করার দায়ে অ্যামাজন পার্লারের হোস্টিং অ্যাক্সেস বন্ধ করে দেয়। এছাড়া অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে পার্লার অ্যাপ সরিয়ে ফেলে। সেবা ফিরে পেতে অ্যামাজনের নামে মামলাও করেছে পার্লার।