শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে মেয়র-কাউন্সিলর পদে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী ছিলেন।

[৩] রোববার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনে ভোটের লড়াইয়ে হেরে তাদের মধ্য থেকে জামানত হারিয়েছেন মেয়র ও কাউন্সিলর মিলে ৯জন। মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় তারা জামানত হারান। এ পৌরসভায় মেয়র পদে সর্বমোট কাস্টিং ভোট ১৬ হাজার ২৯৯। বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী নাইম ইউসুফ সেইন মেয়র নির্বাচিত হন। তারা প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪৩৪। তারা প্রতিদ্বন্দ্বী ২ মেয়র প্রার্থীই জামানত হারান। তারা হলেন- বিএনপির প্রার্থী নূর মো. সেলিম সরকার (প্রাপ্ত ভোট ৮২৯),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা (প্রাপ্ত ভোট ১০৩৬)।

[৪] এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এর মধ্যে হলেন- ৩নং ওয়ার্ডের মো.আলাউদ্দিন (প্রাপ্ত ভোট ৬৭) আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট ১০২), ৪নং ওয়ার্ডের শাহজাদা মজুমদার (প্রাপ্ত ভোট ১৩৯), ৫নং ওয়ার্ডের এলেন চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪৪), ৭নং ওয়ার্ডের মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ৪৪), আতাউর রহমান (প্রাপ্ত ভোট ৫৬) ও ৮নং ওয়ার্ডের মজিবুর রহমান (প্রাপ্ত ভোট ১৪৭)।

[৫] দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৫৪২জন। মেয়র পদে সর্বমোট কাস্টিং ভোট ১৬ হাজার ২৯৯। শতকরা ভোট পড়েছে ৫১.৫৭%। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়