শিরোনাম
◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে মেয়র-কাউন্সিলর পদে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী ছিলেন।

[৩] রোববার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনে ভোটের লড়াইয়ে হেরে তাদের মধ্য থেকে জামানত হারিয়েছেন মেয়র ও কাউন্সিলর মিলে ৯জন। মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় তারা জামানত হারান। এ পৌরসভায় মেয়র পদে সর্বমোট কাস্টিং ভোট ১৬ হাজার ২৯৯। বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী নাইম ইউসুফ সেইন মেয়র নির্বাচিত হন। তারা প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪৩৪। তারা প্রতিদ্বন্দ্বী ২ মেয়র প্রার্থীই জামানত হারান। তারা হলেন- বিএনপির প্রার্থী নূর মো. সেলিম সরকার (প্রাপ্ত ভোট ৮২৯),স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা (প্রাপ্ত ভোট ১০৩৬)।

[৪] এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এর মধ্যে হলেন- ৩নং ওয়ার্ডের মো.আলাউদ্দিন (প্রাপ্ত ভোট ৬৭) আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট ১০২), ৪নং ওয়ার্ডের শাহজাদা মজুমদার (প্রাপ্ত ভোট ১৩৯), ৫নং ওয়ার্ডের এলেন চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪৪), ৭নং ওয়ার্ডের মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ৪৪), আতাউর রহমান (প্রাপ্ত ভোট ৫৬) ও ৮নং ওয়ার্ডের মজিবুর রহমান (প্রাপ্ত ভোট ১৪৭)।

[৫] দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৫৪২জন। মেয়র পদে সর্বমোট কাস্টিং ভোট ১৬ হাজার ২৯৯। শতকরা ভোট পড়েছে ৫১.৫৭%। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়