শিরোনাম
◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন : শিক্ষকদের প্রমোশন এবং সুবিধাদী বাড়ালে ভালো মানের পিএইচডি ডিগ্রিধারীরা কলেজে শিক্ষকতা পেশায় যেতে উৎসাহিত হবে

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন : ঢাকার ৭টি কলেজ যেগুলো ঢাকা বিশ^বিদ্যালয়ের অধীনে, সেখানে বিভিন্ন বিষয়ে ৪ বছরের অনার্স এবং ১ বছরের মাস্টার্স প্রোগ্রাম চালু। এগুলোর প্রত্যেকটিকে একেকটি বিশ^বিদ্যালয় বলা যায়। প্রশ্ন হলো, সেখানে অনার্স এবং মাস্টার্সে পড়ানোর মতো যোগ্য শিক্ষক কি যথেষ্ট আছেন? মাস্টার্সের ছাত্রদের থিসিস করানোর মতো শিক্ষক কি আছে? এ জায়গাটায় আমাদের অনেক কিছু করার আছে।
সেখানে শিক্ষক নিয়োগ হয় পিএসসির মাধ্যমে যার এন্ট্রি লেভেল হলো প্রভাষক এবং যোগ্যতা হলো মাস্টার্স পাস। তাদের নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ে শিক্ষকদের যে পরিমাণ নিষ্পেষণে রাখে তা বলার অপেক্ষা রাখে না। তাদের উচ্চতর ডিগ্রি অর্জনে কোনো সাহায্য তো করেই না, বরং উল্টোটা করে। ‘প্রধানমন্ত্রী ফেলোশিপ’ যদি কাউকে দিতেই হয়, তাহলে কলেজের এ শিক্ষকদের সবার আগে দেওয়া উচিত ছিলো। কারণ তারা উচ্চতর ডিগ্রি নিয়ে আসলে হাজার হাজার ছাত্র-ছাত্রী বছরের পর বছর ধরে উপকৃত হবে।
তাছাড়া রেডিমেড পিএইচডিধারী শিক্ষক নিয়োগেরও ব্যবস্থা করা যায়। এ কলেজগুলোতে ইউরোপ, জাপান, চীন, কোরিয়া, আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রিধারীদের সরাসরি উচ্চতর পদে যেমন সহকারী ও সহযোগী অধ্যাপক পদে নিয়োগের ব্যবস্থা করতে পারে। এটা করলে ভালো এবং যোগ্য শিক্ষকের ঘাটতি অনেক কমবে বলে আমি মনে করি। তাছাড়া শিক্ষকদের প্রমোশন এবং সুবিধাদী বাড়ালে ভালো মানের পিএইচডি ডিগ্রিধারীরা কলেজে শিক্ষকতা পেশায় যেতে উৎসাহিত হবে। এছাড়া দুদিন পর পর বদলি করে এ শিক্ষকদের নিষ্পেষণও বন্ধ করতে হবে। আশা করি এ দুটি কাজ করলে কলেজের শিক্ষার মান বৃদ্ধি পাবে।
একইসঙ্গে এই ৭ কলেজের জন্য একটি স্বতন্ত্র পরীক্ষা নিয়ন্ত্রক অফিস খুলে একইসঙ্গে ৭ কলেজের ছাত্র-ছাত্রীদের নানা দুর্দশা এবং ঢাকা বিশ^বিদ্যালয়কে অতিরিক্ত চাপ থেকে মুক্ত করা যায়। এতে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে।
লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়