শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিআরটিএ  কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিয়াজুর রহমান : নগরের বায়েজিদে অবস্থিত সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার ( ১৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯ টার দিকে মূল ভবনের দোতলায় মিডিয়া রুমের বিদ্যুতের শট সাকিট থেকে এ আগুন লাগে । বিআরটিএ'র সহকারী পরিচালক তৌহিদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

অগ্নিকাণ্ডে গাড়ির নেমপ্লেটসহ বেশকিছু দরকারি নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এবিষয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ও হাটহাজারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দুই জায়গায় লেগেছিল। প্রথমে স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে, সেখান থেকে আগুন রেকর্ড রুমে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে স্টোর রুমে বিভিন্ন কার্টনে রাখা গাড়ির নম্বরপ্লেটগুলো পুড়ে যায়। পাশাপাশি রেকর্ড রুমে আগুন ছড়িয়ে পড়ায় বেশকিছু নথিও পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিডিয়া রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়াও বিপুল সংখ্যক কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে।

রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে থাকা লাইসেন্স শাখার কর্মচারী আবুল কাশেম ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়