শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিআরটিএ  কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

রিয়াজুর রহমান : নগরের বায়েজিদে অবস্থিত সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার ( ১৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৯ টার দিকে মূল ভবনের দোতলায় মিডিয়া রুমের বিদ্যুতের শট সাকিট থেকে এ আগুন লাগে । বিআরটিএ'র সহকারী পরিচালক তৌহিদুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

অগ্নিকাণ্ডে গাড়ির নেমপ্লেটসহ বেশকিছু দরকারি নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এবিষয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক ফরিদ আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে বায়েজিদ ও হাটহাজারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দুই জায়গায় লেগেছিল। প্রথমে স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে, সেখান থেকে আগুন রেকর্ড রুমে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে স্টোর রুমে বিভিন্ন কার্টনে রাখা গাড়ির নম্বরপ্লেটগুলো পুড়ে যায়। পাশাপাশি রেকর্ড রুমে আগুন ছড়িয়ে পড়ায় বেশকিছু নথিও পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিডিয়া রুমের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়াও বিপুল সংখ্যক কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে।

রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ঘটনাস্থলে থাকা লাইসেন্স শাখার কর্মচারী আবুল কাশেম ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়