শিরোনাম
◈ বিশ্বকা‌পে বাংলা‌দেশের প্রথম ম‌্যাচ ভার‌তের বিরু‌দ্ধে ১৭ জানুয়া‌রি  ◈ টেস্ট ক্রিকে‌টে কোচ থে‌কে কি সরানো উচিত ‌গৌতম গম্ভীরকে? যা বল‌লেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলায় বিমানে জালানি উপাদান পাঠালো ইরান

রাশিদুল ইসলাম : [২] ইরানি অনুঘটক নিয়ে একটি বিমান জালানী তেলের তীব্র সংকটে ভুগতে থাকা ভেনেজুয়েলায় অবতরণ করেছে। ল্যাতিন আমেরিকার এই দেশটিকে তার খনি থেকে উত্তোলিত তেল পরিশোধনে সহায়তা করার লক্ষ্যে ইরান এ পদক্ষেপ নিয়েছে। ফারস/প্রেসটিভি

[৩] এর আগেও ইরান কয়েক দফা জাহাজে জালানি তেল পাঠিয়েছে ভেনেজুয়েলায়। সম্প্রতি এধরনের তেল ভর্তি ইরানি জাহাজ আটক করে জালানি বিক্রি করেছে যুক্তরাষ্ট্র।

[৪] এরপর বিমানে করে জালানি তেল পরিশোধের জন্যে প্রয়োজনীয় উপাদান বা অনুঘটক ভেনেজুয়েলায় পাঠালো ইরান। ভেনেজুয়েলার নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, দৈনিক নয় লাখ ৫৫ হাজার ব্যারেল তেল শোধনে সক্ষম সেদেশের ‘প্যারাগুয়ানা’ তেল শোধনাগারের জন্য ইরানি অনুঘটক পাঠানো হয়েছে।

[৫] ভেনেজুয়েলার রাষ্ট্র-নিয়ন্ত্রিত ‘কনভিয়াসা’ এয়ারলাইন্সের একটি এয়ারবাস বিমান গত ১১ ফেব্রুয়ারি প্যারাগুয়ানা উপত্যকার ‘লাস পিয়েদ্রাস’ বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি তার আগের দিন ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়ন করে এবং পথে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যাত্রাবিরতি করে।

[৬] ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার সরকারি মালিকানাধীন তেল কোম্পানি ‘পেট্রোলস ডি ভেনেজুয়েলা’র ক্রয় অর্ডার পেয়ে ইরান থেকে তেল শোধনের এই উপাদান পাঠানো হয়েছে। এ ধরনের আরো কয়েক ডজন ফ্লাইট আগামী দিনগুলোতে ইরান থেকে ভেনেজুয়েলা যাবে বলে এসব কর্মকর্তা জানান।

[৭] ভেনেজুয়েলার অপর তেল শোধনাগার ‘কারডন’ পুনরায় চালুর জন্য গত বছর ইরান এক ডজনেরও বেশি ফ্লাইটে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়