শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৭

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ থেকে চলন্ত বাসে ডাকাতি প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ তাদের আটক করে র‌্যাব -৮ এর ফরিদপুর ক্যাম্প।

[৩] শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সহকারি পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রবিউল ইসলাম।

[৪] আটককৃতরা হলো, মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া গ্রামের মৃত মুন্নাফের ছেলে মো. আব্দুল জলিল(৪০), হরিরামপুরের কালই গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে মোঃ লিটন(২০), কুকুরহাটি গ্রামের শেখ গফুরের ছেলে মো. শেখ জুয়েল (২০), গাইবান্ধার পলাশবাড়ির মো. মিলন মিয়া (২০), মো. পাপুল ইসলাম (২০), রংপুর পীরগঞ্জের মো. শহিদুল ইসলাম (২০) ও উজ্জল চন্দ্র মহন্ত (২৪)।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোয়ালন্দ ঘাট থানার পদ্মার মোড় নামক ঢাকা মহাসড়কের উপর ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্য রাতে চলন্ত একে ট্রাভেলস পরিবহন বাসে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত স্কুল ব্যাগ ১ টি, চাপাতি ২ টি, চাকু ৪ টি, মোবাইল ৬টি এবং ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

[৬] এই ডাকাত দলের সদস্য থাকে ৭-৮ জন। এদের মধ্যে অন্তর্ভূক্ত থাকে একজন প্রশিক্ষিত গাড়ী চালক সে প্রথমে ড্রাইভারকে অস্ত্রের মুখে রেখে গাড়ী নিজ নিয়ন্ত্রনে নেয়। তারপর অস্ত্রের মুখে গাড়ীর যাত্রীদের নিকট হতে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। আসামীদের জবানবন্দী থেকে আরো জানা যায় যে, তারা গত দেড় মাসে দেশের বিভিন্ন স্থানে ৫ টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

[৭] উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে এবং উক্ত চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়