এম.ইউছুপ রেজা: [২] চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোভিড ১৯ করোনা টিকা গ্রহণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
[৩] এ সময় তিনি বলেন, বাংলাদেশে ইপিআই-এর মাধ্যমে অন্যান্য সাধারণ অনেক টিকার মতই করোনার টিকাও দেয়া হচ্ছে। টিকা গ্রহণের পর কোনো ধরণের পার্শ্ব-প্রতিক্রিয়া নেই । আর টিকা গ্রহণের পর আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না। নিজের সুরক্ষার জন্য সকলের টিকা নেয়া উচিত। নিজে সুরক্ষিত হলে সমাজ ও দেশ সুরক্ষিত হবে। আশা করি দেশের সকল মানুষ কোনো ধরণের ভীতি ছাড়াই টিকা গ্রহণ করবে। কোভিড ১৯ টিকা নিয়ে অনেককেই দেখেছি ভয়-ভীতি ছড়াচ্ছে। অযথা ভীতি ও গুজবে কান না দেয়াই ভালো।