শিমুল মাহমুদ ও মহসীন কবির: [২] বেসরকারি হাসপাতালগুলোকে টিকা দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি । শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
[৩] জনাব মো. আবদুল মান্নান বলেন, বাংলাদেশের সরকারের লক্ষ্য দেশের মানুষকে এই টিকা বিনামূল্যে দেয়া। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে যদি টিকা দেয়া হয় তারা যেন সাধারণ মানুষকে কোনভাবে হয়রানির করতে না পারে সে বিষয়েও সরকার নজরদারি করবে।
[৪] স্বাস্থ্যসচিব বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই। চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম।
[৫] স্বাস্থ্যসচিব আবদুল মান্নানকে টিকার দ্বিতীয় চালানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দ্বিতীয় চালান সময়মতো আসবে। এ নিয়ে দ্বিধার কোনো কারণ নেই।
তবে এরআগে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেছিলেন, ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি মধ্যে দ্বিতীয় চালানের ৫০ লাখ টিকা আনার প্রস্তুতি আছে। এ সময়ের মধ্যে টিকা আনতে হলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সেরাম ইনস্টিটিউটকে জানাতে হবে।