অনলাইন ডেস্ক: হিন্দু ধর্মের দেবতা শিবকে তুষ্ট করতে নিজেকে জীবন্ত কবর দিলেন এক পঞ্চাশোর্ধ নারী। পরিবারের সামনেই নিজেকে সমাধিস্থ করেন তিনি। পরিবারকে অনুরোধ করেই ওই নারী এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সাজেতি ঘতমপুর এলাকায়।
তবে প্রতিবেশিরা দ্রুত পুলিশে খবর দেওয়ায় ওই নারীকে সঠিক সময়ে কবর থেকে উদ্ধার করা গিয়েছে । ওই নারীকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে।
ওই নারী পুলিশকে জানিয়েছেন শিব তাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন। বুধবার গোমতী দেবী নিজের পরিবার ও পাড়া প্রতিবেশীদের জানান শিব তাকে স্বপ্নাদেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে নিজেকে কবর দেবেন তিনি। এর পরের দিনই দেবতা শিবকে তুষ্ট করতে সমাধি ক্ষেত্র তৈরি করেন গোমতী দেবী। চার ফুট গভীর গর্ত খোঁড়া হয়। সেখানে চলে লাগাতার পুজো-পাঠ। সমাধি ক্ষেত্রের পাশে ভজনের আসরও বসানো হয়। - ইত্তেফাক