মনিরুল ইসলাম: [২] রাষ্ট্রপতি আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লি. এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, সংরক্ষিত নারী আসন-৩৯ এর সংসদ সদস্য পারভীন হক সিকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
[৩] রাষ্ট্রপতি ও স্পীকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জয়নুল হক সিকদার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
[৪] এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ড. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর