শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝক্কি-ঝামেলা ছাড়াই করোনা ভ্যাকসিন নিতে পেরে জনমনে স্বস্তি

শিমুল মাহমুদ: [২] সকাল আটটা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তখন দীর্ঘ লাইন। উৎসবমুখর এসব মানুষ এসছেন টিকা নিতে। কেউ এসছেন বৃদ্ধ বাবা-মাকে নিয়ে, কেউ এসছেন নিজে টিকা নিতে, সঙ্গে নিয়ে এসছেন শিশু সন্তানকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ ভিড় এক উৎসবে পরিনত হয়।

[৩] জাতীয় মানসিক ইনষ্টিডিউটে টিকা নেন ভাটারার স্থায়ী বাসিন্দা টুটুল ব্যাপারী। তিনি জানান, অত্যন্ত সুশৃংখল প্রক্রিয়ায় মধ্য দিয়ে সবাই টিকা নিচ্ছে। টিকা নিয়ে ৩০ মিনিট পর্যবেক্ষনে ছিলাম। কোনো ধরণের পাশর্^প্রতিক্রিয়া হয়নি। বাড়ি ফেরার পর কোনো ধরণের পার্শ্ব -প্রতিক্রিয়া দেখা দিলে টিকা কার্ডে দেওয়া নম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া স্পট রেজিষ্টেশন সুবিধা থাকায় আমরা সন্তুষ্ট।

[৪] সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তিনি জানান, টিকাগ্রহণের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা রয়েছে। এতে আরো বেশি মানুষ টিকা নিতে উৎসাহিত হবে।

[৫] তিনি বলেন, টিকা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। আমি মনে করি- সমালোচনা যারা করতেছে তারা এমনেও করবে, ওমনেও করবে। কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের উদ্যোগের প্রশংসা করছেন।

[৬] একই হাসপাতালে টেকা নেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ইনজেকশন নেওয়ায় ভয় ছিল। কিন্তু আজ কোনো ব্যথা পাইনি। ভ্যাকসিন নিলে মহামারি থেকে কিছুটা আমরা রক্ষা পাব। সেজন্য দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানাব।

[৭] এছাড়া সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। তার গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কোনও সংগঠন কিংবা প্রতিষ্ঠানের সহযোগিতায় নয়, নিজ উদ্যোগেই তিনি টিকা নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়