শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফ থেকে আরও ৭ শতাধিক রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর

কায়সার হামিদ : [২] কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে গত দুইদিনে আরও ১৬৩টি পরিবারের ৭০১ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার রোহিঙ্গা শিবিরে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে ৬ দফায় ৭৪৩ পরিবারের ৩ হাজার ৩৯৯ জন রোহিঙ্গা নাগরিককে উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থীশিবিরে স্থানান্তর করা হলো।

[৩] শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও বাহারছড়ার শামলাপুর ক্যাম্পের ইনচার্জ (জ্যেষ্ঠ সহকারী সচিব) পুলক কান্তি চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, গত দুইদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৩টি বাস ও ২৬টি ট্রাকে (মালামাল পরিবহনের জন্য) করে রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে নেওয়া হয়েছে।

[৫] পর্যায়ক্রমে এ ক্যাম্পে বসবাসরত সব রোহিঙ্গাকে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হস্তান্তর করা হচ্ছে। এ ক্যাম্পে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছিল। এ স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

[৬] বাহারছড়া ইউপির চেয়ারম্যান আজিজ উদ্দিন জানান, টেকনাফের বাহারছড়ার শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা শিবিরটির অবস্থান মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায়। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের গুরুত্ব বিবেচনা করে এবং পর্যটন এলাকা হিসেবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ শিবিরটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বাহারছড়ার শামলাপুর ক্যাম্পটি খালি করে রোহিঙ্গাদের উখিয়াসহ অন্য ক্যাম্পে নেওয়া হচ্ছে।

[৭] শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা (মাঝি) আবুল কালাম জানান, এ শিবির থেকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পর্যায়ক্রমে সব রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে।

[৮] এখানে ১২ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করে আসছিল। রোহিঙ্গাদের শিবিরের মধ্যে রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গত ছয় দিনে সাড়ে তিন হাজারের মতো রোহিঙ্গাকে এখান থেকে স্থানান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়