শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে করোনা টিকা গ্রহণের পর ৭ জনের মৃদু পার্শ্ব-প্রতিক্রিয়া

মঈন উদ্দীন : [২] মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন। বিভাগের আট জেলায় দুইদিন নয় হাজার ৩৯৯ জন টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৭৫৭ জন এবং দ্বিতীয় দিনে ৫ হাজার ৬৪২ জন। যাদের মধ্যে দ্বিতীয় দিনে সাত জনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। এরমধ্যে রয়েছেন নওগাঁর ৫ জন এবং বগুড়া ও জয়পুরহাটে একজন করে।

[৩] ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, অন্য টিকা দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সামান্য জ্বর, ব্যথা, কাঁপুনি ইত্যাদি লক্ষণ দেখা যায়। টিকা প্রদানের দ্বিতীয় দিনে ৭ জনের মধ্যে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক্ষেত্রে সাতজন ব্যক্তির মধ্যে ব্যথার লক্ষণটা পাওয়া গেছে। তবে সবাই সুস্থ আছেন।

[৫] তিনি জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী বিভাগে ৫ হাজার ৬৪২ জন দ্বিতীয় দিনে টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৫৬২ ও নারী ১ হাজার ৮০ জন। রাজশাহী জেলার নয় উপজেলায় টিকা নিয়েছেন ৭৩৯ জন। এরমধ্যে পুরুষ ৫৬৮ জন ও নারী ১৭১ জন। এছাড়াও রাজশাহী সিটি করপোরেশন এলাকায় নিয়েছেন ৪৪৮ জন। এরমধ্যে পুরুষ ৩৪৭ জন ও নারী ১০১ জন।

[৬] তার দেওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় টিকা নিয়েছেন ২১১ জন। এরমধ্যে পুরুষ ১৮৪ ও নারী ২৭ জন। নাটোর জেলায় নিয়েছেন ৪১৬। এরমধ্যে পুরুষ ২৮৭ ও নারী ১২৯ জন। নওগাঁ জেলায় টিকা নিয়েছেন ১ হাজার ২৪০ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৫৩ জন ও নারী ১৮৭ জন।

[৭] পাবনা জেলায় টিকা নিয়েছেন ৩৪০। এরমধ্যে পুরুষ ২৬৭ ও নারী ৭৩ জন। সিরাজগঞ্জ জেলায় নিয়েছেন ৬৮২ জন। এরমধ্যে পুরুষ ৫৪৬ জন ও নারী ১৩৬ জন। বগুড়া জেলায় টিকা নিয়েছেন ৮৫৭ জন। এরমধ্যে পুরুষ ৬৮১ জন ও নারী ১৭৬ জন। জয়পুরহাট জেলায় নিয়েছেন ৭০৯ জন। এরমধ্যে পুরুষ ৬২৯ ও নারী ৮০ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়