স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজি জাতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মেলবোর্নের বাড়িতে ঢুকে গাড়ি চুরি করা হয়েছে।
[৩] পন্টিং নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গে মেলবোর্নের বেসাইডে ছিলেন। ঠিক ওমন সময় ডাকাতরা হানা দেয়। বাড়ির সামনে পার্ক করা দামি গাড়ি নিয়ে পালিয়ে যায় চোর।
[৪] এই ঘটনার পর পুলিশকে জানান পন্টিং। মেলবোর্ন পুলিশের স্পেশাল পারেশন গ্রুপ এবং এয়ারউইং গাড়ি ট্র্যাক করা শুরু করে। পরের দিন শহরের ক্যাম্বারওয়েল এলাকায় তল্লাশি চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।
[৫] সেভেন নিউজ জানিয়েছে, শহরজুড়ে উদ্ধার তৎপরতা শুরু হলে দুইজন গাড়ি ফেলে আত্মগোপন করে।
[৬] ক্রিকেট ছেড়ে দেওয়ার পর বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন পন্টিং। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্বে আছেন তিনি। – সেভেন নিউজ