শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষ আনন্দের সঙ্গে ভ্যাকসিন নিতে আসছে: স্বাস্থ্য সচিব

শাহীন খন্দকার: [২] ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন বুথ পরিদর্শন এসে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান আশা প্রকাশ করেছেন, যত দিন যাবে, ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি তত উৎসবমুখর হবে। মঙ্গলবার একটার দিকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে গণ ভ্যাকসিন বুথ পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব।

[৩] এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল মো. নাজমুল হক। স্বাস্থ্য সচিব বলেন, তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছেন।

[৪] সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৭৮ হাজার ভ্যাকসিন দিয়েছি। রেজিস্ট্রেশন করেছে ৬ লাখের বেশি। ভ্যাকসিন বুথে ভিড় না জমানোর আহ্বান জানিয়ে সচিব বলেন, ভিড় করার কোনো দরকার নাই। সমস্ত লজিস্টিক সাপোর্ট এখানে দেওয়া আছে।

[৫] একেবারে স্পট নিবন্ধনও আমরা করছি। এখন যদি কেউ এসে রেজিস্ট্রেশন করে তাদেরকেও ভ্যাকসিন দিচ্ছি। ম্যানুয়ালিও আমরা করছি। কিন্তু সবাইকে বলব রেজিস্ট্রেশন করে আসতে। বয়স্ক মানুষ যদি রেজিস্ট্রেশন করে না আসে তাদেরটা আমরা করে দিচ্ছি।

[৬] সচিব আরও বলেন, পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন আছে। ভ্যাকসিন আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি। সিরামের ভ্যাকসিন আমরা নিয়ে আসছি। একইসঙ্গে কোভ্যাক্স, গেবি এনালাইসটা পাচ্ছি। ফাইজারেরটাও পাচ্ছি। ভ্যাকসিনের কোনো সংকট হবে না ইনশাআল্লাহ।

[৭] এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এই মাসের শেষের দিকে গেবি এনালাইসের ভ্যাকসিন পাব। প্রায় দেড় লাখ ভ্যাকসিন আসবে। এই ভ্যাকসিনের একটা মেয়াদ আছে। যত তাড়াতাড়ি শেষ করতে পারব ততোই ভাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়