শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫১ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তুরস্কের প্রেসিডেন্টের ঢাকা সফর উভয় দেশের সম্পর্ক দৃঢ় করবে

তরিকুল ইসলাম: [২] প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাত নিয়ে হবে আলোচনা।

[৩]উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়ার সুযোগও তৈরি হতে পারে।

[৪] বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মার্চে বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

[৫] এতে উভয় দেশের সম্পর্ক ভিন্ন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেছেন, তুরস্কে যেসব ড্রোন তৈরি হচ্ছে, তা বিশ্বমানের। প্রতিরক্ষা শক্তির প্রয়োজনে আমরা ভবিষ্যতে এসব আধুনিক সরঞ্জামাদির বিষয়ে বিবেচনা করতে পারি।

[৬] দেশটির প্রেসিডেন্টের সফরসূচি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা, অবকাঠামো নির্মাণ, পর্যটন ও শিক্ষা খাতগুলোতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে দেশটি।

[৭] বিমান পরিচালনা, আণবিক জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞানসহ বিজ্ঞান ও গবেষণায় বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করতে পারে।

[৮] বাংলাদেশে সড়ক, মহাসড়ক বা সেতুর মতো অবকাঠামো নির্মাণেও তুরস্কের কাজ করার প্রচুর সুযোগ রয়েছে।

[৯] উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ তৈরি, শিক্ষাবিদ ও গবেষকদের সম্পর্ককে আরো দৃঢ় ও সম্প্রসারিত করতে উভয় দেশ আন্তরিক রয়েছে।

[১০] উভয় দেশের মধ্যে বর্তমানে ১১০ কোটি ডলারের বাণিজ্য রয়েছে। এরমধ্যে ৮০ কোটি ডলারের বেশি বাংলাদেশের রফতানি করে থাকে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়