শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনসুর আহমেদ মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে: সাতক্ষীরায় বিএম মোজাম্মেল হক

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, মুনসুর আহমেদ কেবল সাতক্ষীরার সম্পদ নয়, দেশের সম্পদ। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত আওয়ামীলীগারকে হারালো। বঙ্গবন্ধুর যে কয়েকজন সহযোদ্ধা ছিল মুনসুর আহমেদ ছিলেন তাদের অন্যতম। দলের দু:সময়েও, চরম প্রতিকুলতায়ও দলকে শক্ত হাতে ধরে রেখেছিলেন। কখন বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হননি। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা কখনও পুরণ হওয়ার নয়। তার স্মৃতি ধরে রাখতে সাতক্ষীরায় তার নামে একটি ইকো পার্র্ক করা হবে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বি এম মোজাম্মেল হক বলেন, মুনসুর আহমেদ দলকে আমৃত্যু ভালবেসেছেন। সকল বিভেদ শক্ত হাতে দমন করেছেন। তার শুন্যতার মাত্র কয়েকদিনেই তা সম্পষ্ট হয়ে গেছে। তিনি সকল আওয়ামী লীগের নেতাকর্মীকে মুনসুর আহমেদকে অনুসরণ করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে বি এম মোজাম্মেল হক দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। এসময় তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন, বিদ্যুতে স্বয়ং সম্পন্ন। শেখ হাসিনার যাদুুতে দেশ অকল্পনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। এতে স্বাধীনতার পরাজিত শক্তিরা দিশেহারা হয়ে পড়েছে। আল জারিরার খবর তারই বহি:প্রকাশ। এসব বিষয়েয় সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি। সংবাদ সম্মেলনে মুনসুুর আহমেদ এর একমাত্র পুত্র রাজীব আহমেদও তার পিতার প্রতি প্রধানমন্ত্রীর আকুন্ঠ ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এরতেজা হাসান জজ, অধ্যক্ষ আবু আহমেদ, শাফি আহমেদ, ফিরোজ কামাল শুভ্র, শফিউল আজম লেনিন, এজাজ আহমেদ স্বপন, আফসার হোসেন বাবলু, অজয় সরকার, মাহফুজা সুলতানা রুবী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ওয়াহিদ পারভেজ প্রমূখ নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়