শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপপ্রচারে ব্যস্ত না থেকে নয়াদিল্লির উচিৎ ঢাকা থেকে শিক্ষা নেওয়া, আনন্দবাজারের সম্পাদকীয়

আসিফুজ্জামান পৃথিল: [২] বাংলাদেশের উন্নতি দেখে উপমহাদেশের আঞ্চলিক মহাশক্তিরাও ঈর্ষান্বিত। ঢাকার ফরেন রিজার্ভ এখন ইসলামাবাদের ৩ গুন। ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। কোভিড-পূর্ব সময়েই দুই দেশ পাশাপাশি চলে এসেছিলো। আর কোভিডের কারণে ভারতের অর্থনীতি প্রবল মার খেলেও বাংলাদেশ তা মানিয়ে নিয়েছ্। এসব কথা বলা হয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজারের এক উপ-সম্পাদকীয়তে।

[৩] বাংলাদেশের স্বাধীননতার সময়কালকে সূচনাবিন্দু ধরে ভারতের সঙ্গে তুলনা করলেই বোঝা যায়, বাংলাদেশ প্রতিবেশির তুলনায় কতো বেশি এগিয়েছে। আইএমএফ মাথাপিছু আয়ের হিসেব দেওয়ার পর থেকেই বিজেপির আইটি সেল প্রমান করতে চাচ্ছে, এই রিপোর্ট সঠিক নয়। আনন্দবাজার মনে করে, এই ধরণের বক্তব্য ধোঁকাবাজি ছাড়া কিছু নয়।

[৪] বিজেপির প্রধান বক্তব্য হলো, বাংলাদেশের বস্ত্রখাতের কারণেই করোনাকালে এই সাফল্য এসেছে। এ কারণে এটিকে সাফর‌্য মনে করা যাবে না! আনন্দবাজার বলছে, ভারতকে এই খাতে মনোযোগ দিতে কেউ আটকায়নি, তাহলে কেমন করে এই যুক্তি টেকে।

[৫] অমর্ত্য সেন দেখিয়েছেন, কী ভাবে ভারত একসময় মানব-উন্নয়ন সূচকে উপমহাদেশের ওপরের দিকে ছিলো। সে অবস্থান এখন নিম্নমুখী। ২০২০ সালের শেষে, নাগরিকের গড় আয়ু ভারতের চেয়ে বাংলাদেশে তিন বছর বেশি, শিশুমৃত্যুর হার ভারতের চেয়ে কম (হাজারে ভারত ২৮, বাংলাদেশে ২৫), সাক্ষরতায় দুই দেশ পাশাপাশি, শহুরে-জনসংখ্যার হারে বাংলাদেশ (৩৭ শতাংশ) ও ভারত সমান(৩৪ শতাংশ) এবং নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে(ভারত ২০ শতাংশ, বাংলাদেশ ৩৬ শতাংশ)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়