শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপপ্রচারে ব্যস্ত না থেকে নয়াদিল্লির উচিৎ ঢাকা থেকে শিক্ষা নেওয়া, আনন্দবাজারের সম্পাদকীয়

আসিফুজ্জামান পৃথিল: [২] বাংলাদেশের উন্নতি দেখে উপমহাদেশের আঞ্চলিক মহাশক্তিরাও ঈর্ষান্বিত। ঢাকার ফরেন রিজার্ভ এখন ইসলামাবাদের ৩ গুন। ২০২০ সালে মাথাপিছু জিডিপিতে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। কোভিড-পূর্ব সময়েই দুই দেশ পাশাপাশি চলে এসেছিলো। আর কোভিডের কারণে ভারতের অর্থনীতি প্রবল মার খেলেও বাংলাদেশ তা মানিয়ে নিয়েছ্। এসব কথা বলা হয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজারের এক উপ-সম্পাদকীয়তে।

[৩] বাংলাদেশের স্বাধীননতার সময়কালকে সূচনাবিন্দু ধরে ভারতের সঙ্গে তুলনা করলেই বোঝা যায়, বাংলাদেশ প্রতিবেশির তুলনায় কতো বেশি এগিয়েছে। আইএমএফ মাথাপিছু আয়ের হিসেব দেওয়ার পর থেকেই বিজেপির আইটি সেল প্রমান করতে চাচ্ছে, এই রিপোর্ট সঠিক নয়। আনন্দবাজার মনে করে, এই ধরণের বক্তব্য ধোঁকাবাজি ছাড়া কিছু নয়।

[৪] বিজেপির প্রধান বক্তব্য হলো, বাংলাদেশের বস্ত্রখাতের কারণেই করোনাকালে এই সাফল্য এসেছে। এ কারণে এটিকে সাফর‌্য মনে করা যাবে না! আনন্দবাজার বলছে, ভারতকে এই খাতে মনোযোগ দিতে কেউ আটকায়নি, তাহলে কেমন করে এই যুক্তি টেকে।

[৫] অমর্ত্য সেন দেখিয়েছেন, কী ভাবে ভারত একসময় মানব-উন্নয়ন সূচকে উপমহাদেশের ওপরের দিকে ছিলো। সে অবস্থান এখন নিম্নমুখী। ২০২০ সালের শেষে, নাগরিকের গড় আয়ু ভারতের চেয়ে বাংলাদেশে তিন বছর বেশি, শিশুমৃত্যুর হার ভারতের চেয়ে কম (হাজারে ভারত ২৮, বাংলাদেশে ২৫), সাক্ষরতায় দুই দেশ পাশাপাশি, শহুরে-জনসংখ্যার হারে বাংলাদেশ (৩৭ শতাংশ) ও ভারত সমান(৩৪ শতাংশ) এবং নারী কর্মসক্ষমতার দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে(ভারত ২০ শতাংশ, বাংলাদেশ ৩৬ শতাংশ)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়