শরীফ শাওন: [২] তিনি বলেন, সভাপতি না হলে সদস্য হয়ে অসমাপ্ত কাজ শেষ করবো।
[৩] পোশাক রপ্তানি ও এসএমই খাতে বিজিএমইএ’র বিগত ২ বছরের সফলতা উল্লেখ করে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, মালিক-শ্রমিকদের সম্পর্ক উন্নয়নে প্রতি বুধবার বৈঠক আমাদের প্রধান অর্জন। সম্পর্কের উন্নতি হলে প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব।
[৪] সভাপতি জানান, করোনা সংকটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ১০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন, সল্প সুদে দিয়েছেন ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ। এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা। ৫ হাজার কোটি টাকার প্রি ট্রিটমেন্ট প্যাকেজ। এসময়ের মধ্যে আমরা কাঙ্খিত ১ হাজার কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠনে সক্ষম হয়েছি।
[৫] শনিবার এক সভায় তিনি দীর্ঘদিনের জটিলতা নিরসনসহ আরও অনেক অর্জন তুলে ধরেন রুবানা হক বলেন, সকল ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে। পিপিই সংশ্লিষ্টতায় ভ্যাট ও শুল্ক মুক্ত করা, কন্টেইনার খরচ ও বিমান পরিবহনে বিশেষ ছাড় পেয়েছি।
[৬] রুবানা হক বলেন, দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম অর্জন রপ্তানির বিপরীতে অতিরিক্ত ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা। ইউটিলিটি বিলের ভ্যাট প্রত্যাহার। এসএসই খাতে রপ্তানি ৩.৫ মিলিয়ন থেকে ৫ মিলিয়নে উন্নতিকরণ। এসএমই’তে সোয়েটার ও ওভেন কারখানার ক্যাশ ইনসেনটিভ সুবিধা নিশ্চিতকরণ। এখাতে সুতা রপ্তানিতে সিএম ভ্যালুর ৪ শতাংশ নগদ সুবিধা। শর্ট শিপমেন্টে কাস্টম ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমস্যা নিরসন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু