শিরোনাম
◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৯ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ লক্ষ ৩৮ হাজার ৬১৩ একর বনভূমি ৮৮ হাজার ২১৫ জন দখলদারের কবলে

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। রোববার কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে কমিটি অবৈধ দখলকৃত বনভূমি উদ্ধারে একটি প্ল্যান অফ ‍এ্যাকশন গ্রহণ এবং শিল্প প্রতিষ্ঠান/কলকারখানা স্থাপনে যে বনভূমি অবৈধভাবে দখল করা হয়েছে সেগুলো উদ্ধারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে সুপারিশ করে।

[৫] কমিটি বন অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা নিয়মিত তদারকি করতে সুপারিশ করে।

[৬] বৈঠকে বলা হয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০১৫-১৬ অর্থবছর হতে নভেম্বর ২০২০ পর্যন্ত ১২৮৬টি অভিযান পরিচালনা করা হয়। ২০০১টি মামলা দায়েরের মাধ্যমে ৩১,৬১,৭৫,৪০০ টাকা জরিমানার মধ্যে ২৮,৪৭,৩৫,৪০০টাকা আদায় করা হয়েছে। এবং ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানসহ ৫৪২টি ইটভাটা উচ্ছেদ/আংশিক ভেঙ্গে ফেলা হয়।

[৭] বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, সুন্দরবনে বর্তমানে “সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন” প্রকল্প চলমান রয়েছে। উক্ত প্রকল্পটি ২৪৯৫.৬০৪ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে জানুয়ারী ২০২০ হতে ডিসেম্বর ২০২২ মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে।

[৮] এছাড়াও বৈঠকে বন বিভাগের বেদখলকৃত জায়গা ও দখলদারদের একটি তালিকা উপস্থাপন করা হয়। তালিকায় উল্লেখ করা হয় যে, সারাদেশের জবরদখলকৃত ১ লক্ষ ৩৮ হাজার ৬১৩.০৬ একর সংরক্ষিত বনভূমির দখলদারদের সংখ্যা ৮৮ হাজার ২১৫ জন এবং জবরদখলকৃত ১ লক্ষ ১৮ হাজার ৫৪৫.৭৮ একর অন্যান্য বনভূমির দখলদারদের সংখ্যা ৭২ হাজার ৩৫১ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়