শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকার নির্বাচন না করলে ঘরে ঘুমানোর সুযোগ নেই: কালকিনিতে আ.লীগ নেতা

সাবরীন জেরীন: [২] এখানে যাঁরা নৌকার বিরুদ্ধে (ভোট) করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দুই এক দিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, ভালোভাবে থাকতে পারবেন না হয় ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই।

[৩] মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচন সামনে রেখে আয়োজিত এক উঠান বৈঠকে এমন বক্তব্য দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন সরদার। তাঁর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয় পড়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি কালকিনি পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৪] গত বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের ৩৩ সেকেন্ডের ভিডিওতে আরও বলতে শোনা যায়, যাঁরা অবিভাবক আছেন, তাঁদের অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, এই নৌকা মার্কার ঐতিহ্য রক্ষার্থে, শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

[৫] একই সভার ২৭ সেকেন্ডের আরও একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ভোটারদের উদ্দেশে বলেছেন, আপনারা জানেন কোনো এমপি এলাকায় যাইতে পারেন না নির্বাচনের সময়। আমার এমপি, আমাদের এমপি, আপনাদের এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ ভাই আগামীকাল কালকিনিতে আসবেন। প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন এবং তিনি এই নির্বাচন সম্পূর্ণভাবে নিজে পরিচালনা করবেন। আমরা, আপনারা সবাই তাঁকে সহযোগিতা করব।

[৬] বেলাল হোসেন সরদার বলেন, ভোটারদের আমি হুমকি দিইনি। আমি বলেছি অন্যদের ভোট দিলে উন্নয়ন হবে না। দেশের উন্নয়নের স্বার্থে আমি এ কথা বলেছি।

[৭] উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমরা রাজনৈতিক কারণে এমন বক্তব্য দিতে পারি। আমি সমর্থক, কোনো প্রার্থী তো নই। এমন কথা কোনো দোষের নয় বলে আমি মনে করি। তা ছাড়া কিছু বক্তব্য এমন দিলে নৌকায় ভোট আসে।

[৮] দুই নেতার এই বক্তব্যে ভোটার, বিএনপি ও স্বতন্ত্র মেয়র পদ প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করে কয়েকজন ভোটার বলেন, নৌকা প্রার্থীর পক্ষে এভাবে যদি বক্তব্য দেওয়া হয়, তাহলে কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে, তা নিয়ে তাঁরা শঙ্কিত

[৯] নৌকার প্রার্থী এস এম হানিফ বলেন, সমর্থকেরা কে কী বললেন বা কে কী করলেন, তা দেখার কাজ তো আমার নয়। তা ছাড়া ভাইরাল হওয়া ভিডিও আমি দেখিনি। এ বিষয়ে আমার কিছুই জানাও নেই। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়