এস এম সাব্বির : [২] বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দারপাড়া ইউনিয়নের ভাটরা বেজরা গ্রামে এ ঘটনা ঘটে।
[৩] পৈত্রিক জমি সালিসদের মাধ্যমে মাপঝোপ শেষের এক পর্যায়ে এই সংঘর্ষ ঘটায় ওই গ্রামের মৃত বাঁকা মোল্লার ছেলে বিজিবি সদস্য মো. কচি মোল্লা (৫৫), তার ছেলে বিজিবি সদস্য লিপু মোল্লা সহ আরও কয়েকজন।
[৪] দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা অতর্কিত হামলায় গুরুতর আহত রিজন মুন্সী ও মো. লাইজু খান মুকসুদপুর ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
[৫] এঘটনায় আহত লাইজু খানের পিতা ডাবলু খান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মুকসুদপুর থানার এসআই মুক্তার হোসেন।