শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন বিক্রির টাকা নিয়ে ঝগড়া, তরুণ খুন

ডেস্ক রিপোর্ট : পুরোনো একটি মুঠোফোন বিক্রির টাকা নিয়ে তিন তরুণের ঝগড়া চলছিল। এর মধ্যে ক্ষিপ্ত হয়ে একজনের ওপর চড়াও হন দুই তরুণ। হাতে ও ঊরুতে ছুরিকাঘাত করেন তাঁরা। ছুরিকাহত তরুণটি দুজনকে ঝাপটে ধরে চিৎকার করলে তাঁর বুকে ও তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই দুই তরুণ। ছুরিকাহত তরুণটি ঘটনাস্থলেই মারা যান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকার হাওলদার পাড়ার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে খুন হওয়া তরুণের নাম রাজু দাস (২২)। তাঁর বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে দুসকির টিলা এলাকার হাওলদার পাড়ায় বসবাস করতেন।

জালালাবাদ থানা–পুলিশ সূত্রে জানা যায়, রাজুর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাঁকে ছুরিকাঘাতকারী দুই তরুণের বাড়ি দুসকির টিলা এলাকায়। সম্পর্কে তাঁরা মামা-ভাগনে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পুরোনো একটি মুঠোফোন বিক্রির টাকা তিনজনের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করা নিয়ে ঝগড়া বাধে। রাজুর কাছ থেকে মুঠোফোন বিক্রির পুরো টাকা নিতে গিয়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। ডান হাতের কনুইয়ে, ঊরুতে ও পিঠে তিনটি ছুরিকাঘাত করার পর রাজু চিৎকার করে লোক জড়ো করতে চাইলে তখন বুকের ডান পাশে ও কোমরে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুই তরুণ। এ সময় রাজু ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু মারা যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ জানান, রাজুকে ছুরিকাঘাত করে পালানো দুজনের নাম ও ঠিকানা পেয়েছে পুলিশ। দুজনকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এ ঘটনায় রাজুর পরিবারও হত্যা মামলার প্রস্তুতি নিয়েছে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়