শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুনশি জাকির হোসেন : আল জাজিরার নতুন এই ডকু ফিকশন কতোটা প্রাসঙ্গিক হয়ে উঠবে?

মুনশি জাকির হোসেন : অনুসন্ধানী প্রতিবেদন এক জিনিস আর আল্টারিওর মোটিভে ম্যালাফাইড ইনটেনশন নিয়ে টার্গেট গ্রুপের জন্য ডকু-ফিকশন তৈরি আরেক জিনিস। আল-জাজিরা জানে কী করছে, কাদের জন্য করছে, কীসের বিনিময়ে করছে। এসব তো আর সাংবাদিকতার পর্যায়ে পড়ে না। আল-জাজিরা, সিএনএন এরা কি গত এক দশকে বাংলাদেশকে নিয়ে কোনো ইতিবাচক কিছু তৈরি করছে? তারা মূলত বাংলাদেশের জামাতি পত্রিকা নয়া দিগন্ত, দিগন্ত টিভির একটি বর্ধিত অংশ।

এই আল-জাজিরা মতিঝিলের শাপলা চত্তরের হেফাজতের বিষয়ে একটি ডকু ফিকশন করেছিল। যেখানে এক বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীকে সোর্স মেনে কন্টেন্ট তেরি করেছিলো। যার মূল লক্ষ্য ছিল হাজার হাজার লাশ রাতে ওখানে দাফন করা হয়েছিল সেটি প্রতিষ্ঠিত করা। সেই অপকর্ম কিন্তু এখনো বহাল আছে।

আল জাজিরার নতুন এই ডকু ফিকশন কতোটা প্রাসঙ্গিক হয়ে উঠবে? এটি ছাগু ক‚লের জন্য একটি সর্ব এবং সার্বজনীন হিসাবে সমাদৃত হবে এটিই সত্য এবং এরাই মূল টার্গেট অর্ডিয়েন্স। এর বাইরে এটা সাময়িক একটি হাইপ তৈরি করবে, পরে পূর্বের মতো এটিও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে থাকবে।

তবে সাময়িক কোল্যাটালার ড্যামেজ হবে আওয়ামী লীগের। বিভিন্ন কারণে শহর থেকে গ্রামে, রাজধানী থেকে বিদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি কিছুটা ঋণাত্মক আছে, সেটি আরেকটু ভারি হবে, এই আরকি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়