কূটনৈতিক প্রতিবেদক: [২] কক্সবাজারের উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক পরিচালিত স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করে ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন প্রতিনিধি দল এ তথ্য জানান।
[৩] হাইকমিশনের বার্তায় বলা হয়, পরিদর্শনের সময় তারা সেখানকার নারীদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে নিরোধ, তাদের সামাজিক সমস্যায় আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্য সমস্যায় বিশেষ কাউন্সেলিং, নারীদের হস্তশিল্পে কর্মদক্ষতাসহ স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্র্যাকের নেওয়া কর্মসূচির প্রশংসা করেন।
[৪] অস্ট্রেলিয়া হাইকমিশনের হিউম্যানিট্যারিয়ান অ্যাডভাইজার অ্যামি শ্যারিডান বলেন, অস্ট্রেলিয়া সরকার অনেক আগে থেকে এ অঞ্চলের স্থানীয় দরিদ্র নারীদের শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিয়ে নিরোধ এবং শিশু সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব বিবেচনায় নিয়ে আগামী দিনে অর্থায়ন অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
[৫] ব্র্যাকের হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সম্প্রতি এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করছে।