শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪১ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ

লিহান লিমা: [২] সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতা দখল করার পর দেশটির ওপর নিষেধাজ্ঞারোপের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সম্প্রতি অং সান সুচির দল নির্বাচনে ভূমিধ্বস বিজয় অর্জন করার পর নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে সু চি সহ অন্যান্য নির্বাচিত নেতাদের গ্রেপ্তার করে মিয়ানমারের সেনাবাহিনী। ডেইলি মেইল/সিএনএন

[৩]এক বিবৃতিতে বাইডেন সেনাবাহিনীর ক্ষমতা দখলকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি আঘাত আখ্যা দিয়ে বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফল বদলে দেয়া বা জনগণের ইচ্ছের বিরুদ্ধে কখনোই সেনাবাহিনীর যাওয়া উচিত নয়।’ বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগেরও আহ্বান জানানো হয়।

[৪]মিয়ানমার গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে গত এক দশকের নিষেধাজ্ঞা তুলে নেয়। বাইডেন জানান, এই নিষেধাজ্ঞা খুব শীঘ্রই পর্যালোচনা করা হবে। তিনি আরো বলেন, ‘যখনই কোথাও গণতন্ত্র হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে তার মোকাবেলা করবে।’

[৫]ইউরোপিয় ইউনিয়নের কর্মকর্তারা জানান, ‘মিয়ানমার সেনা নিয়ন্ত্রিত থাকা অবস্থায় এটি অবশ্যই কালোতালিকাভূক্ত থাকবে। দেশটির ওপর অনেক নিষেধাজ্ঞা রোপ করা হবে। অগণতান্ত্রিক শাসনের ওপর নিষেধাজ্ঞারোপ করতে ইইউ বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।’

[৬] ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন অভ্যুত্থানের নিন্দা জানিয়ে সু চীর গ্রেপ্তারকে ‘বেআইনী’ বলে মন্তব্য করেছেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারাও অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরোধীতা করা চীন দেশটির সব পক্ষকে মতপার্থক্য কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছে। এদিকে কম্বোডিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন এটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়