ডেস্ক রিপোর্ট : ৫ বছরের ছোট্ট শিশুকে যৌন নির্জাতনের অভিযোগে পসকো ধারায় ১০ বছরের সাজা হল বছর ৫৮-এর ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওয়াডালা টিটি থানা এলাকায়। ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ, শিশুর জামা খুলে তার উপর হস্তমৈথুন, গোপনাঙ্গে হাত দিয়েছে সে। আদালতে নির্জাতিত শিশুর মা জানান, ছেলেকে যৌন নির্জাতন করা হয়েছে বুঝতে পারার পর তিনি অভিযুক্তর মুখোমুখি হলে সে ক্ষমা চেয়ে কান্নাকাটি শুরু করে, যুক্তি দেখায়, তার মধ্যে নাকি শয়তান ভর করেছিল। পসকো অ্যাক্টের ৬ নম্বর ধারায় আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে।
৫ সন্তানের বাবা ওই ব্যক্তি ২০১৮ সালের ৪ এপ্রিল এই নক্কারজনক কীর্তি ঘটিয়েছিল। আদালতে নির্জাতিত শিশু জানায়, সে বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলছিল। তখনই অভিযুক্ত তাকে ২ টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্জাতন করে। অভিযুক্ত স্থানীয় একটি দোকানে মুরগির মাংস বিক্রি করে। জানা যায়, বাড়ি ফিরেই ছেলেটি কাঁদতে শুরু করে। মা জানতে চাইলে বলে, 'মুরগিওয়ালা আঙ্কেল' তার গোপনাঙ্গে কিছু একটা করেছে। এরপরই শিশুর মা ওয়াডালা টিটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র-নিউজ২৪