শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: সমাজে ফেইসবুক ব্যবহারকারী দুই ধরনের

কামরুল হাসান মামুন: একটি সমাজে মোটা দাগে দুই ধরণের মানুষ আছে। যারা সমাজ ও দেশের জন্য খুবই ভাইটাল তাদেরকে বলা যায় “vital few” কারণ তাদের সংখ্যা মোট জনসংখ্যার ২০% এর বেশি না। আর যারা সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে তেমন কোন ভূমিকা রাখে না তাদেরকে বলা যায় “trivial many” কারণ তারা সংখ্যায় মোট জনসংখ্যার ৮০% !

"Trivial many"-রা সংখ্যায় এত বেশি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তাদের দখলে চলে গেছে। ফেইসবুকের নিউজফীডে মোট যত পোস্ট আসে তার ৮০%-ই ট্রিভিয়াল। আর বাংলাদেশের মত দেশে এই সংখ্যাটা আরো বেশি। ২০% “vital few”-রা যদি আরো বেশি এক্টিভ হতো তাহলে "trivial few"-রা শিখতে পারতো। কিন্তু এই “vital few”-দের একটি সমস্যা হলো এদের বেশিরভাগই প্রচন্ড আত্ম্যকেন্দ্রিক। তছাড়া "trivial many" দ্বারা বুলয়িং শিকার হওয়ার ভয়েও গুটিয়ে থাকে। ফলে ফেইসবুক বা টুইটার দিয়ে দেশ তথা পৃথিবীর কোন কল্যাণ হবে না। যখন "trivial few" এর হাতে কি-বোর্ড নামক বিশাল ক্ষমতা থাকে তখন মন যা চায় তা লিখতে তাদের হাত শুধু মিশমিশ করে।

ইন্টারনেটের কারণে পৃথিবী "small-world"-এ পরিণত হয়েছে। তার সুফল এবং কুফল দুটোই আছে। তবে ইদানিং আমার মনে হচ্ছে কুফলই বেশি। কারণ সুফল পেতে হলে যেই শিক্ষার প্রয়োজন তা "trivial few"-এর বড় অংশেরই নাই। এই ইন্টারনেটের কারণে প্রিডেটরি জার্নাল বেড়েছে। এই ইন্টারনেটের কারণে গুগল ব্যবহার করে নিজের মতের স্বপক্ষে জাঙ্ক খুঁজে পেতে সহজ হয়েছে। সেই জাঙ্ক ব্যবহার করে জাঙ্ক বানানো সহজ হয়েছে। এই ইন্টারনেটের কারণে "trivial few"-রা একত্রিত হয়ে নিজেদেরকে শক্তিশালী ভাবছে। এইসবই একটি সমাজ বা রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর।

আমি অনেক ফেইসবুক আইডি দেখি যেগুলো লকড। আমাদের দেশের মেয়েদের আইডি তালাবদ্ধ রাখার কারণ সহজেই বোঝা যায়। কিন্তু ছেলেদের আইডি? তাদের আইডি কেন লকড? এরা কারা? লকড মানে একটিভিটি বন্ধ না। মনে হয় এরা আরও বেশি এক্টিভ। এই জন্যই মাঝে মাঝে মনে হয় সম্ভবত সময় এসেছে ফেইসবুক আইডি খোলার ব্যাপারে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা। দিন দিন এইটা ডেঞ্জারাস হয়ে উঠছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই ফেইসবুক ও টুইটার ব্যবহার করেই আমেরিকাকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। যদিও নিয়ন্ত্রন শব্দটা আমার পছন্দ না। এই নিয়ন্ত্রণ অবশ্যই সরকারি নিয়ন্ত্রণ না। কোন স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়