শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিষাক্ত মদপানে নিহত ৫

বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের পুরান বগুড়া, ফুলবাড়ী,কাটনাপাড়া এলাকায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮) কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) ফুলবাড়ী সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫)।

[৪] জানা যায়, শহরের তিনমাথা এলাকায় সনাতন ধর্মালম্বী ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার দিবাগত রাতে। বিয়ে বাড়ীতে আগত আত্নীয়রা পার্শ্ববর্তী শাহীনের হোমিও ফার্মেসীতে মদপান করে। রাতে বাড়ী ফিরলে সুমন তার পিতা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে তাদেরকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রমজান স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে।

[৫] অন্যদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার দিবাগত রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ী ফিরলে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়।

[৬] সদর অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেদক-কে বলেন, নিহতদের প্রত্যেকের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করা হয়েছে। নিহতদের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়