শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিষাক্ত মদপানে নিহত ৫

বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের পুরান বগুড়া, ফুলবাড়ী,কাটনাপাড়া এলাকায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮) কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) ফুলবাড়ী সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫)।

[৪] জানা যায়, শহরের তিনমাথা এলাকায় সনাতন ধর্মালম্বী ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার দিবাগত রাতে। বিয়ে বাড়ীতে আগত আত্নীয়রা পার্শ্ববর্তী শাহীনের হোমিও ফার্মেসীতে মদপান করে। রাতে বাড়ী ফিরলে সুমন তার পিতা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে তাদেরকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রমজান স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে।

[৫] অন্যদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার দিবাগত রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ী ফিরলে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়।

[৬] সদর অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেদক-কে বলেন, নিহতদের প্রত্যেকের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করা হয়েছে। নিহতদের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়