শিরোনাম
◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার ◈ ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিষাক্ত মদপানে নিহত ৫

বগুড়া প্রতিনিধিঃ [২] শহরের পুরান বগুড়া, ফুলবাড়ী,কাটনাপাড়া এলাকায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন, পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন (৩৮) কাটনার পাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) ফুলবাড়ী সরকার পাড়ার আব্দুল জলিল (৬৫)।

[৪] জানা যায়, শহরের তিনমাথা এলাকায় সনাতন ধর্মালম্বী ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রবিবার দিবাগত রাতে। বিয়ে বাড়ীতে আগত আত্নীয়রা পার্শ্ববর্তী শাহীনের হোমিও ফার্মেসীতে মদপান করে। রাতে বাড়ী ফিরলে সুমন তার পিতা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে তাদেরকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও রমজান স্থানীয় একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে।

[৫] অন্যদিকে শহরের কালিতলা এলাকায় রবিবার দিবাগত রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ী ফিরলে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়।

[৬] সদর অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর এ প্রতিবেদক-কে বলেন, নিহতদের প্রত্যেকের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি অস্বীকার করা হয়েছে। নিহতদের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়