স্পোর্টস ডেস্ক : [২] সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব ছেড়েছেন। কিন্তু রাজনীতির দলবদলের খেলায় তিনি নেই। অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না তিনি। ক্রিকেট থেকে একবিন্দু নড়ছেন না লক্ষীরতন শুক্লা। ক্রিকেটই তার ধ্যানজ্ঞান। সেই নিয়েই থাকতে চান তিনি। আপাতত ক্রিকেটার তৈরির কাজে মগ্ন থাকতে চান লক্ষ্মী।
[৩] আর রাজনীতি? রাজনীতিকে বাউন্ডারির ওপারে পাঠিয়েছেন। এখন সেই নিয়ে খুব বেশি ভাবতে চান না। হাওড়ায় দল বদলের হিড়িক লেগেছে। একে একে দল ছেড়েছেন হাওড়ায় তৃণমূলের সংগঠক রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারা। মন্ত্রিত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই নজর ছিল লক্ষ্মীর ওপরেও। কিন্তু তিনি বল ঠেললেন কভার বাউন্ডারির দিকে। গোটা হাওড়া যখন উত্তাল রাজনীতির আবহে, তখন লক্ষীরতন মেতে থাকলেন চার শতাধিক শিক্ষার্থীর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে।
[৪] সাংবাদিকদের তিনি বললেন, ক্রিকেটই আমার জীবন। আগামী দিনে নতুন প্রতিভার সাপ্লাই লাইন হবে এল আর এস বাংলা একাডেমি। এখান থেকেই রণজি এবং ভারতীয় দলে ছেলে মেয়েরা সুযোগ পাবে, এ কথা হলফ করে বলতে পারি। - ইন্ডিয়ান এক্সপ্রেস / আজকাল