[১] চসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী বিজয়ী
রিয়াজুর রহমান, চট্টগ্রাম: [২] বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, চসিকের ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব এবং ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক।
[৩] বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘোষিত ফলাফলে এ চার বিদ্রোহী প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।
[৪] চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামের নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করেন চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।