শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের মতো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন রশিদ খান

মাহিন সরকার: [২] বল হাতে বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। অন্যদিকে ব্যাটে-বলে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে সেরা রশিদ ব্যাট হাতেও কম যাননা। এইতো সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই সক্ষমতা দেখিয়েছেন। আর তাইতো সাকিবের মতো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন রশিদ।

[৩] আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৪৮ ও পরে ২৯ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছেন রশিদ খান। তার আগের ম্যাচেও পেয়েছিলেন ফিফটি। এমন পারফর্মেন্সের পর নিজেকে একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে দেখতে চান রশিদ খান।

[৪] ম্যাচ শেষে এ ব্যাপারে রশিদ খান বলেন, আমি আগেও বলেছি, ক্যারিয়ার শুরু করেছি একজন ব্যাটসম্যান হিসেবে, কিন্তু পরে বোলিং নিয়ে বেশি কাজ করেছি। এখন আবার ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছি, বেশ কিছু দিক আছে উন্নতি নিয়ে আসার মতো। আগামী দিনে আমি পরিপূর্ণ একজন অলরাউন্ডার হতে চাই।

[৫] পরিপূর্ণ অলরাউন্ডার হওয়ার ক্ষেত্রে ব্যাটিং পজিশন একটা বড় বাধা হতে পারে রশিদ খানের, কারণ তিনি ব্যাট করে থাকেন ৮/৯ নাম্বারে। তবে তিনি দলের প্রয়োজনে খেলতে পেরেই খুশি, এই বাস্তবতা মেনেই নিজেকে একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে উপস্থাপন করতে চান।

[৬] এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন রশিদ। ৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। শীর্ষে যথারীতি সাকিব আল হাসান আছেন।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়