শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের মতো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন রশিদ খান

মাহিন সরকার: [২] বল হাতে বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। অন্যদিকে ব্যাটে-বলে অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে সেরা রশিদ ব্যাট হাতেও কম যাননা। এইতো সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেই সক্ষমতা দেখিয়েছেন। আর তাইতো সাকিবের মতো পূর্ণাঙ্গ অলরাউন্ডার হওয়ার স্বপ্ন দেখছেন রশিদ।

[৩] আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৪৮ ও পরে ২৯ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছেন রশিদ খান। তার আগের ম্যাচেও পেয়েছিলেন ফিফটি। এমন পারফর্মেন্সের পর নিজেকে একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে দেখতে চান রশিদ খান।

[৪] ম্যাচ শেষে এ ব্যাপারে রশিদ খান বলেন, আমি আগেও বলেছি, ক্যারিয়ার শুরু করেছি একজন ব্যাটসম্যান হিসেবে, কিন্তু পরে বোলিং নিয়ে বেশি কাজ করেছি। এখন আবার ব্যাটিং নিয়ে কাজ শুরু করেছি, বেশ কিছু দিক আছে উন্নতি নিয়ে আসার মতো। আগামী দিনে আমি পরিপূর্ণ একজন অলরাউন্ডার হতে চাই।

[৫] পরিপূর্ণ অলরাউন্ডার হওয়ার ক্ষেত্রে ব্যাটিং পজিশন একটা বড় বাধা হতে পারে রশিদ খানের, কারণ তিনি ব্যাট করে থাকেন ৮/৯ নাম্বারে। তবে তিনি দলের প্রয়োজনে খেলতে পেরেই খুশি, এই বাস্তবতা মেনেই নিজেকে একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে উপস্থাপন করতে চান।

[৬] এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন রশিদ। ৫ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। শীর্ষে যথারীতি সাকিব আল হাসান আছেন।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়