শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ ১২ বছর পর্যন্ত ভোট ডাকাতি করছে, একটি সুষ্ঠু নির্বাচনও করতে পারেনি: শাহাদাত হোসেন

মহসীন কবির: [২] বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন সাংবাদিকদের একথা বলেন। ডিবিসি টিভি ও নিউজ২৪ টিভি

[৩] তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের সাথে নয়, নির্বাচনে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ভোটে লড়ছেন। নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে জানান তিনি।

[৪] শাহাদাত হোসেন বলেন, নগরীর খুলশী, চানগাঁও, বাকলিয়ায় আমাদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে গোলাগুলিতে ৩ তিন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমনকি আমাদের নারী কর্মীদের গায়েও হাত তোলা হয়েছে।

[৫] ধানের শীষের এই প্রার্থী অভিযোগ করেন, মঙ্গলবার রাত থেকেই ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে। প্রশাসনের ভূমিকা দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন হচ্ছে না। আমাদের প্রতিদ্বন্দ্বিতা যেন রাষ্ট্রযন্ত্রের সঙ্গে। কোনো রকম বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধার শিকার হচ্ছে। আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। এসব চিত্র দেখে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দিয়েছিলাম। তারা বলছে আমরা কিছু করতে পারবো না।

[৬] চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমের মাধ্যমে নগরীর ৭শ' ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মাঠে আছে র‌্যাব-পুলিশ, সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রায় ১০ হাজার সদস্য। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়