জুলফিকার আমীন: [২] মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশন ২০২১ ব্যস্তবায়নের লক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর মাসব্যপি বলেশ্বের নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
[৩] মঙ্গলবার দিনভর বলেশ্বর নদীর তুষখালী ইউনিয়নের জানখালী থেকে বড়মাছুয়া, সাংরাইল থেকে মাঝের চর পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের বেহুন্দি জাল, কারেন্ট জাল ও নেট জাল, চরগড়া জাল আটক করা হয়।
[৪] এ অভিযান পরিচালনা করেন, পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ফিল্ট এসিস্টান্ট মনোজ কুমার মন্ডল। আটককৃত কোটি টাকা মূল্যের অবৈধ জাল বলেশ^র নদী তীরবর্তী এলাকায় জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়।