শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা পেতে ঢাকায় দৌড়-ঝাঁপ ৯ প্রার্থীর

আব্দুররব বাবু : [২] রাজশাহীর পবার চেয়ারম্যান মো. মনসুর রহমান নভেম্বরের ২২ তারিখে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল ও চার তারিখ মনোনয়ন বাছাই কার্য অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

[৩] এদিকে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকায় সিনিয়র নেতাদের নিকট দৌড়-ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগের ৯ প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে সূত্র আরও জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এবং আওয়ামী লীগের জয় নিশ্চিতে সকলে একমত। এ নিয়ে পবায় বেশ কয়েক দফায় জরুরি সভাও অনুষ্ঠিত হয়েছে। তারা মনে করেন, ‘দল যাকে মনোনয়ন দিবে তাকেই মেনে নিবেন। কেউ তার বিরোধীতা করবো না, নৌকার ভরাডুবিও হতে দিবো না। আর সে কারণেই মাঠ ছেড়ে সকলেই ঢাকায় গিয়ে ধর্ণা দিচ্ছেন মনোনয়ের আশায়’।

[৪] মনোনয়ন প্রত্যাশী ৯ প্রার্থীরা হচ্ছেন- পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, পবা উপজেলা কৃষক লীগের সভাপতি ও বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঞ্জাল, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কাটাখালী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম রিপন এবং পবার হরিয়ান ইউপি চেয়ারম্যান মো. বজলে রেজবী আল আহসান মুঞ্জিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়