শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা পেতে ঢাকায় দৌড়-ঝাঁপ ৯ প্রার্থীর

আব্দুররব বাবু : [২] রাজশাহীর পবার চেয়ারম্যান মো. মনসুর রহমান নভেম্বরের ২২ তারিখে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ৩ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল ও চার তারিখ মনোনয়ন বাছাই কার্য অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

[৩] এদিকে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকায় সিনিয়র নেতাদের নিকট দৌড়-ঝাঁপ শুরু করেছেন। আওয়ামী লীগের ৯ প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে সূত্র আরও জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এবং আওয়ামী লীগের জয় নিশ্চিতে সকলে একমত। এ নিয়ে পবায় বেশ কয়েক দফায় জরুরি সভাও অনুষ্ঠিত হয়েছে। তারা মনে করেন, ‘দল যাকে মনোনয়ন দিবে তাকেই মেনে নিবেন। কেউ তার বিরোধীতা করবো না, নৌকার ভরাডুবিও হতে দিবো না। আর সে কারণেই মাঠ ছেড়ে সকলেই ঢাকায় গিয়ে ধর্ণা দিচ্ছেন মনোনয়ের আশায়’।

[৪] মনোনয়ন প্রত্যাশী ৯ প্রার্থীরা হচ্ছেন- পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, পবা উপজেলা কৃষক লীগের সভাপতি ও বর্তমান উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঞ্জাল, পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কাটাখালী পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম রিপন এবং পবার হরিয়ান ইউপি চেয়ারম্যান মো. বজলে রেজবী আল আহসান মুঞ্জিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়