স্পোর্টস ডেস্ক : [২] ভারতের মাটিতে প্রথমে চারটি টেস্ট খেলবে ইংল্যান্ড। তারপর পাঁচটা টি-টোয়েন্টি এবং শেষে তিনটি ওয়ান ডে ম্যাচ। সংক্রমণের আশঙ্কায় এই সব ম্যাচ মাত্র তিনটি মাঠে চেন্নাই, আহমেদাবাদ এবং পুনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আহমেদাবাদে হবে গোটা টি-টোয়েন্টি সিরিজটাই।
[৩] এই সিরিজেই মাঠে দর্শক ঢোকাতে চাইছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আশা অন্তত ৫০ শতাংশ দর্শক মাঠে বসেই উত্তেজনার টি-টোয়েন্টি সিরিজের আনন্দ নিতে পারবেন। অবশ্য, এ ব্যাপারে শেষ কথা বলবে কেন্দ্র সরকারই।
[৪] বিসিসিআই-এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা চেষ্টা করছি টি-টোয়েন্টি সিরিজে দর্শকদের জন্য স্টেডিয়াম খুলে দিতে। দর্শকসংখ্যা নিয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়া হলেও, অন্তত ৫০ শতাংশ আসন ভরানোর পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। নিউ-নর্মালের সঙ্গে খাপ খাওয়ালেও এখনও নিরাপত্তাই অগ্রাধিকার পাবে।
[৫] এর আগে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, প্রথম দুই টেস্টে চেন্নাইয়ের মাঠে কোনও দর্শক ঢুকতে দেওয়া হবে না। এদিকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরেই ভারতের সামনে জো রুটের ইংল্যান্ড। ঘরের মাঠে হলেও ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ সেকথা একবাক্যে স্বীকার করছেন সবাই। - ইন্ডিয়ান এক্সপ্রেস/ আজকাল