মুসফিরাহ হাবীব: [২] ২০ বছরের বন্ধুত্ব, ১৪ বছরের প্রেমের পর অবশেষে ফ্যাশন ডিজাইনার নতাশা দলালের সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন বলিউড তারকা বরুন ধাওয়ান।রাখ ঢাক করেও অনেক খবর প্রকাশ হয়েই পড়েছিল বরুন-নতাশার বিয়ে নিয়ে। কবে বিয়ে কখন বিয়ে সব কিছু।
[৩] ২৪ জানুয়ারি দুপুর থেকেই তাই বরুন-নতাশার বিয়ের ছবি দেখতে মুখিয়ে ছিল ভক্তরা। শেষে রাত এগারোটা নাগাদ স্যোশাল মিডিয়ার পাতায় বিয়ের ছবি প্রকাশ করলেন তারা। রূপালি পোশাকে বরুন আর নতাশার সাতপাকে বাঁধা পড়ার দৃশ্য। বিবরণে অভিনেতা লিখলেন, ‘আজীবন ভালোবাসা এই মাত্র পূর্ণতা পেল।’
[৪] আনন্দবাজার পত্রিকা জানায়, আরবসাগর উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদ লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসর্টে সূর্যাস্তকে সাক্ষী রেখে হয়েছে বিয়ের অনুষ্ঠান। পরিবার, পরিজন আর মাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে পাশে নিয়ে। একদম পাঞ্জাবি ঐতিহ্য মেনে বিয়ে হয়েছে বরুন নতাশার।
[৫] বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের বরুণেই সবচেয়ে সফল। কয়েক বছরের অভিনয় জীবনে বাণিজ্যিক হিট ছবি তার নেহাত কম নয়। বরুণ ধাওয়ান ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’, ‘জুড়ুয়া টু’ ও ‘সুই ধাগা’ ছবিতে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছেন। বারবার তিনি নিজের ইমেজ বদলানোর চেষ্টা করছেন। তার ভক্ত সংখ্যাও বিপুল।