তাবাসসুম সুইটি: [২] জানুয়ারির শেষে দেশটিতে পৌঁছাবে ১০ লাখ ডোজ ভ্যাকসিন আর ফেব্রুয়ারিতে আসবে বাকি ৫০ লাখ ডোজ। প্রথমেই ভ্যাকসিন দেওয়া হবে দেশটির স্বাস্থ্যকর্মীদের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি ম্যাখিজে গণমাধ্যমে একথা নিশ্চিত করেন। এনডিটিভি
[৪] ম্যাখিজে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা নাগরিকদের এই ভ্যাকসিন আমদানি সংক্রান্ত পরবর্তী তথ্য জানাতে পারব। খুব শীঘ্রই প্রথম ধাপের ভ্যাকসিন আমাদের হাতে এসে পৌঁছাবে।
[৫] তিনি আরও বলেন, আমি দক্ষিণ আফ্রিকার নাগরিকদের নিশ্চিত করতে চাই, এই মুহূর্তে আমরা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি। সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা আলোচনা করছি, যাতে সারা দেশের ভ্যাকসিন রোল আউট সফলভাবে পরিচালনা করা যায়।
[৬] সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো, ১.৫ মিলিয়ন ভ্যাকসিন দেশটিতে আনার অনুমতি দিচ্ছেনা তারা। এই অনুমোদনের মাধ্যমে এসকল জল্পনার অবসান ঘটলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল