দেবদুলাল মুন্না:[২] এ তথ্য নেচার ম্যাগাজিনের। নেচার জানায়, গক বছরগুলোর তুলনায় এবছর ইউরোপ-আমেরিকায় তুষারপাতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রাস্তায়, পার্কিং করা গাড়িতে অল্পক্ষণের মধ্যেই জমে যাচ্ছে তুষারের স্তুপ। শুধু তাই নয় এবারই প্রথমবারের সাদা তুষারে ঢেকে গেছে আফ্রিকার সাহারা মরুভূমি অনেকখানি।
[৩] বরফে ঢাকা সাহারার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মরুর জাহাজ খ্যাত উট দাঁড়িয়ে আছে বরফের ওপর। ৩৬ লাখ বর্গ মাইল জুড়ে সাদা বরফের চাদর দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রকৃতি ও আবহাওয়ার বিরল দৃশ্য দেখা গেল বিশ্বের দীর্ঘতম মরুভূমি সাহারাতে। সেখানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে। উত্তপ্ত রোদের বালির ওপর ছেয়ে গেছে বরফ।
[৪]তবে সাহারায় বরফ পড়ার ঘটনা নতুন নয়। গত ৪২ বছরে এই নিয়ে চতুর্থবার এমন দৃশ্য দেখা গেল। সাহারায় প্রথমবার বরফ পড়তে দেখা গিয়েছিল ১৯৭৯ সালে। কিন্তু পরবর্তী সাড়ে তিন দশকে আর বরফ পড়েনি সেখানে। ২০১৬ সালের ডিসেম্বরে ফের তুষারপাত হয় সাহারায়। তারপর আবার ২০১৮ সালের জানুয়ারিতে।