শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৩৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে নিরাপত্তা মহড়া

রাজু চৌধুরী : [২] বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চট্টগ্রাম পর্বের খেলা উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল শনিবার চট্টগ্রামে আসবে।

[৩] খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে নগরের রেডিসন ব্লু বে-ভিউ থেকে সাগরিকা মোড় পর্যন্ত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। র‌্যাবও পুলিশের সমন্বয়ে মহড়ায় খেলোয়াড়দের হোটেল থেকে স্টেডিয়ামে নেওয়ার পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কীভাবে সামাল দেওয়া হবে তার প্রতীকীভাবে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

[৪] আগামী ২৫ জানুয়ারি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডে। এরপর এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট যা শেষ হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।

[৫] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন, ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা-নেওয়ার ব্যাপারে নিরাপত্তায় পুলিশ, র‌্যাব এবং অন্য সংস্থার সদস্যরাও কাজ করবেন। কোভিড-১৯ এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন আমরা এই দুটো চ্যালেঞ্জ সামনে রেখে সবকিছু বিবেচনায় রেখে, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।আশা করি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবো। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়