সোহাগ হাসানঃ [২] এসময় ইয়াবা, ফেন্সিডিল ও দেশীয় চোলাই মদসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা হয়েছে।
[৩] বৃহস্পতিবার গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন সোনাখাড়া গ্রামস্থ জহির ব্রিকস ইটভাটা এর অফিস কক্ষের পশ্চিম পার্শ্বের কাঁচা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ০৮ লিটার দেশীয় চোলাই মদ সহ জেলার রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ নূর হোসেন(৬০) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
[৪] অপরদিকে বৃহস্পতিবার সন্ধায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোলআ মতলা বাজারস্থ শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির এলাকা থেকে শ্রী বরুন শর্মা(২৫) পিতা-মৃত বিনয় চন্দ্র শর্মা,২। শ্রী ইন্দ্রজিত শাহ(২৪),পিতা- শ্রী গোপাল শাহ,শ্রী সাগর শাহ(২১),পিতা-শ্রী মদন চন্দ্র শাহ, উভয় সাং- শীয়ালকোল,থানা-সিরাজগঞ্জ সদর ,জেলা-সিরাজগঞ্জ। কে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট,০৩ টি মোবাইল ও নগদ ১,১০০/- টাকা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
[৫] রাত সাড়ে ১০ টার দিকে জেলার এনায়েতপুর থানাধীন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
[৬] গ্রেফতারকৃত অদু মিয়া(২৭),পিতা-মৃত শফিকুল ইসলাম,সাং-মুরালীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা,২। মো মাহবুব মীর(২৪),পিতা- মোঃ মহরাজ মীর, সাং-অরুয়া সোনারগাঁও,থানা-রাজাপুর ,জেলা-ঝালকাঠির বাসিন্দা।