শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সীগঞ্জে ট্রলারডুবি: সবজি বিক্রেতার লাশ উদ্ধার

জেরিন আহমেদ: [২] নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জের কাছে ধলেশ্বরী নদী থেকে মুক্তারপুর নৌপুলিশ লাশটি উদ্ধার করে।

[৩] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জের কাছে ধলেশ্বরী নদী থেকে মুক্তারপুর নৌপুলিশ লাশটি উদ্ধার করে।

[৪] এর আগে রোববার ( ১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মুক্তারপুরের কাছে ধলেশ্বরীতে জাহাজের সঙ্গে ধাক্কায় সবজিভর্তি ট্রলারডুবিতে জয়নাল মুন্সী (৩৮) নিখোঁজ হন।

[৫] মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ কবির হোসেন খান জানান, মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে রোববার সবজি নিয়ে চালকসহ ছয়জন নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে কিছু দূর আগাতেই ট্রলারটি শাহ্ সিমেন্টের জাহাজের সঙ্গে সজোরে ধাক্কায় ডুবে যায়। তখন পাঁচজন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মেলেনি। জাহাজটি মাঝ নদীতে নোঙর করা ছিল। জয়নাল স্থানীয় রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে।

[৬] তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকেই স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিস জয়নালকে খোঁজাখুজি করছিল। পরে রাতে দুর্ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার দূরে তার লাশটি ভেসে উঠে।

[৭] ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সময় টিভি, জাগো নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়