তাবাসসুম সুইটি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বুধবার রাতে ওয়েবসাইটে প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায়।
[৩] জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, একাডেমিক ভবন ছাড়তে তাদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকে কিছুদিন সময় চেয়ে আবেদন করেছিল। সেটা কর্তৃপক্ষ বিবেচনা করেছে। তারা যদি বসতি না ছাড়ে পরবর্তীকালে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।
[৪] শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালীন বিভিন্ন সময়ে কর্মকর্তা ও কর্মচারীরা কখনো লুঙ্গি পরে, কখনো দাঁত ব্রাশ করতে করতে অথবা সম্পূর্ণ অগোছালো অবস্থায় রুম থেকে বের হন। এ অবস্থায় শিক্ষকসহ শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে নারী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটা আরও অস্বস্তিকর। এছাড়া তাদের রান্নার ঝাঁঝে পড়ালেখার পরিবেশ আরও খারাপ হয়। তাই ক্যাম্পাস খোলার আগে বসতিমুক্ত একাডেমিক ভবন চান বলে জানান পাশের বিভাগগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।
[৫] এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একাডেমিক ভবনে থাকা সকল কর্মকতা ও কর্মচারীদেরকে সাত দিনের মধ্যে একাডেমিক ভবন ছাড়তে নির্দেশ দিয়ে নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় বাড়ায় প্রশাসন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু