আসিফুজ্জামান পৃথিল: [২] শুধু নারী নন, কমলা যুক্তরাষ্ট্রের প্রথম অশেতাঙ্গ ভাইস প্রেসিডেন্ট। বাবার দিক দিয়ে তিনি জ্যামাইকান ও মায়ের দিক দিয়ে তিনি ভারতীয় বংশোদ্ভূত।
[৩] শপথের সময় কমলার স্বামী তার পাশেই ছিলেন। হ্যারিস একজন ইহুদী ধর্মাবলম্বী। এ কারণে তার পদকে এবার বর্ণের ছটাময় বলে অভিহিত করা হচ্ছে।
[৪] শপথের সময় উপস্থিত ছিলেন স্পিকার ন্যান্সি পেলোসি ও তার স্বামী পল পেলোসি, স্বস্ত্রীক মাইক পেন্স, মিচ ম্যাককনেল এবং চাক শুমার সহ শীর্সস্থানীয় মার্কিন নেতারা।
[৫] ক্যাপিটল হিলে তিনি উপস্থিত হলে তাকে স্বাগত জানান ক্যাপিটলের স্থপতি ও দুই হাউজের সার্জেন্ট অব আর্মসরা।