কামরুল হাসান শিশির: ২. পরামশর্ক কমিটির ২৫তম অনলাইন সভায় সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লাহ'র নেতৃত্বে বরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
৩. যুক্তরাজ্য থেকে বিমানে আগত যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার পর সরকারি ব্যবস্থাপনায় আরো চারদিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। পরে কোভিড-১৯ টেস্ট করে নেগেটিভ হলে বাড়িতে কোয়ারেন্টাইনে প্রেরণ করতে হবে।
৪. সংক্রমণের হারের নিম্নগতি পরিলক্ষিত হওয়ায় এবং লক্ষণবিহীন সংক্রমণ নির্ণয়ের লক্ষ্যে সংক্রমণ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির জন্য নমুনা পরীক্ষা বৃদ্ধি করা করতে হবে। প্রয়োজনে একশত টাকা ফি বাদ দিয়ে বিনামূল্যে করার সুপারিশ করা হয়।
৫. নতুন পদোন্নতি প্রাপ্ত জুনিয়র কনসালটেন্টদের পদায়ন করা হলে বর্তমান হাসপাতালসমূহে রাখার ব্যপারে মতামত দেয়া হয়। অন্যথায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
৬. এর বাইরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বড় বড় নগরীতে ভ্যাক্সিন প্রদান ব্যবস্থাপনা সুষ্ঠু করতে হবে। রেজিস্ট্রেশন এর জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য গণমাধ্যমে প্রচারণা ব্যবস্থা করা, ভ্যাকসিন দেয়ার পর অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রেখে পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসার ব্যবস্থা করাসহ ভ্যাকসিন কার্যকরী হচ্ছে কিনা তা দেখার জন্য এন্টিবডি পরীক্ষার ব্যবস্থা থাকা দরকার বলে মনে করে কমিটি।