শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে আগামী দুটি সিরিজ দেখে: আকরাম খান

রাহুল রাজ: [২] মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে তামিম-মুশফিকরা। খেলা না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে কাদের রাখা হবে এনিয়েও ঝামেলা হবে এটাই স্বাভাবিক।

[৩] ঘরের মাঠে প্রেসিডেন্ট কাপ আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে তো আর কেন্দ্রীয় চুক্তি করা যাবে না। তাই উইন্ডিজ সিরিজ ও নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে বিবেচনা করা হবে কারা থাকবে কেন্দ্রীয় চুক্তিতে।

[৪] প্রায় ১০ মাসের বিরতির চলতি মাসের ২০ তারিখে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।এই সিরিজে রয়েছে ৩টি ম্যাচ। এরপর রয়েছে ২টি টেস্ট ম্যাচ।

[৫] উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শেষে মার্চে সফর করার কথা রয়েছে নিউ জিল্যান্ডে। এই সফরে থাকছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

[৬] রোববার ১৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেন, উইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শেষেই নাম ঘোষণা করা হবে কারা কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে। যে কারণে এই দুটি সিরিজ শেষ হওয়া পর্যন্ত আগের চুক্তিই বহাল থাকছে।

[৭] ‘প্রতি বছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরনের পারফরম্যান্স দেখতে পারছি না, বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব।’

[৮] উল্লেখ্য গত বছর মার্চে লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বাংলাদেশের বোর্ড। যা প্রথমবারের মতোই হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ১৭ জন ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়