শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে আগামী দুটি সিরিজ দেখে: আকরাম খান

রাহুল রাজ: [২] মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে তামিম-মুশফিকরা। খেলা না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে কাদের রাখা হবে এনিয়েও ঝামেলা হবে এটাই স্বাভাবিক।

[৩] ঘরের মাঠে প্রেসিডেন্ট কাপ আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে তো আর কেন্দ্রীয় চুক্তি করা যাবে না। তাই উইন্ডিজ সিরিজ ও নিউ জিল্যান্ড সিরিজ দিয়ে বিবেচনা করা হবে কারা থাকবে কেন্দ্রীয় চুক্তিতে।

[৪] প্রায় ১০ মাসের বিরতির চলতি মাসের ২০ তারিখে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।এই সিরিজে রয়েছে ৩টি ম্যাচ। এরপর রয়েছে ২টি টেস্ট ম্যাচ।

[৫] উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শেষে মার্চে সফর করার কথা রয়েছে নিউ জিল্যান্ডে। এই সফরে থাকছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

[৬] রোববার ১৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেন, উইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শেষেই নাম ঘোষণা করা হবে কারা কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে। যে কারণে এই দুটি সিরিজ শেষ হওয়া পর্যন্ত আগের চুক্তিই বহাল থাকছে।

[৭] ‘প্রতি বছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরি করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরনের পারফরম্যান্স দেখতে পারছি না, বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব।’

[৮] উল্লেখ্য গত বছর মার্চে লাল ও সাদা বলের আলাদা চুক্তি করে বাংলাদেশের বোর্ড। যা প্রথমবারের মতোই হয়েছিল। বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ১৭ জন ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়